অক্টোবর ২০২০ সংখ্যার সঠিক উত্তর : ১. ২২টি সূরার ৩৬টি আয়াতে/ আল কাউসার ২. মহাকবি কায়কোবাদ ৩. আগুন ৪. ৪০০ জন ৫. অটাম ৬. ২০টি ৭. চীন ভ্রমণের ইতিবৃত্ত ৮. রবার্ট কিয়োসাকি ৯. এডমান্ড হিলারি ১৯ মে ১৯৫৩ সাল ১০. সারজিও মাত্তারেলা ও জিউসেপ্পে কন্টে।
জানুয়ারি ২০২১ সংখ্যার প্রশ্ন
১. ‘যারা গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে পরে, দান করে খোঁটা দেয় এবং মিথ্যা শপথের মাধ্যমে পণ্যসামগ্রী বিক্রি করে!’ কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না! তাদের দিকে তাকাবেনও না! তাদের পবিত্রও করবেন না। এটা কোন গ্রন্থের হাদিস?
২. ‘জান্নাতিদের অলঙ্কৃত করা হবে সোনার কাঁকন ও মুক্তা দিয়ে এবং তাদের পোশাক হবে রেশমের।’ কোন সূরার কত নং আয়াতে আছে?
৩. আমাদের দেশে মোট পাখি আছে কত প্রজাতির?
৪. কাকে আধুনিক মেডিসিনের জনক বলা হয়?
৫. ২০০৭ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বের সবচেয়ে হিংস্র পাখি হিসেবে কোন প্রাণীকে অন্তর্ভুক্ত করে?
৬. ‘মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জেনো ভাই। ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই’ কোন কবির রচনা?
৭. ‘সততা খুবই দামি একটা উপহার। তা কখনই সস্তা লোকের থেকে আশা করবেন না।’ উক্তিটি কার?
৮. বেলারুশের বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম কী?
৯. ১৯৬৭ সালে পালসার আবিষ্কৃত হয় কোন দুই বিজ্ঞানীর কল্যাণে?
১০. টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলা কিংবদন্তি কোন ক্রিকেটার?
(সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিশোরকণ্ঠ ডিসেম্বর ২০২০ সংখ্যায়।)
অক্টোবর ২০২০ সংখ্যার সঠিক উত্তরদাতা
বগুড়া : মাহবুবুর রহমান, মুক্তার আলী, আব্দুল্লাহ বিন রায়হান, জুয়েল রানা, আহসান হাবীব, আমিনুর রহমান, শাহজাহানপুর; বগুড়া।
ফেনী: আব্দুল্লাহ সালমান খন্দকার, আব্দুল্লাহ রায়হান, আবীর, হাসান আল বান্না, ইয়াসিন আরাফাত সোহাগ, সালেহা আক্তার, সুমাইয়া, ছাগলনাইয়া; ফেনী ।
ভোলা : সাবিকুন নাহার সুমাইয়া, আলিয়া বেগম, ফারজানা বেগম, জাহিদ হাসান, মনপুরা; ভোলা।
চট্টগ্রাম: হাফেজ তাক উল্লা, বাঁশখালী; আবদুল্লাহ মোহাম্মদ তাহের, লোহাগাড়া; রিয়াদ হোসেন, সাকিবুল হাসান, আনোয়ারা; চট্টগ্রাম।
দিনাজপুর : সাজ্জাদ হাসান, সাব্বির আহমেদ, নবাবগঞ্জ; আহসানুল হক সুমন, বিরামপুর; দিনাজপুর।
খুলনা : আবদুল্লাহ আল নোমান, সদর; সিয়াম মোল্লা, ডুমুরিয়া; খুলনা।
কুষ্টিয়া : ইমন শেখ, নাহিদ হাসান পারভেজ, সাঈদ হাসান, ইবি, কুষ্টিয়া।
নোয়াখালী: ইমরান হোসেন, নাজমুল ইসলাম মুজাহিদ, ইয়াসিন আরাফাত, কবিরহাট; নোয়াখালী।
অন্যান্য জেলাসমূহ : মাহবুবুর রহমান সদর; পাবনা; শাহরিয়ার আরাফাত শিমুল, কক্সবাজার; আব্দুল মালেক, তানোর; রাজশাহী; আদিব, সদর; জামালপুর; মোস্তাফিজুর রহমান সালমান, কুলাউড়া; মৌলভীবাজার; রবিউল ইসলাম, মোরেলগঞ্জ; বাগেরহাট; শাওন সরকার সাজিদ, কোতোয়ালি; রংপুর; শান্ত বেপারী, কেরানীগঞ্জ; ঢাকা; আতা উল্লাহ, আল মাহমুদ, সদর; জয়পুরহাট; আশরাফুল আলম, আমিনুল ইসলাম, ফুলবাড়ী; কুড়িগ্রাম।
এ মাসে পুরস্কার পেলো যারা
১ মাহবুবুর রহমান, শাহজাহানপুর; বগুড়া।
২. আব্দুল্লাহ সালমান খন্দকার, ছাগলনাইয়া; ফেনী।
৩. সাবিকুন নাহার সুমাইয়া, ছাগলনাইয়া; ফেনী