Home ছড়া-কবিতা নতুন বছরের স্বপ্ন -মাহমুদ যুবায়ের

নতুন বছরের স্বপ্ন -মাহমুদ যুবায়ের

শীতের আলোয় নতুন বছর
এসো খানিক ওম নিয়ে
সঙ্গে যেন এসো না ভাই
মানুষ মারার যম নিয়ে।

এবার যেন হতে পারি
আমরা সবাই শুদ্ধ
শান্তি এবার চাইগো শুধু
আর না আসুক যুদ্ধ।

খুব বয়েছে রক্ত নদী
ধ্বংস করার বড়াই
এবার তবে শুরু হোক
মানুষ হবার লড়াই।

SHARE

Leave a Reply