সকাল হলে জানালাটার পাশে
ঘুম ভাঙাতে পাখিগুলো আসে।
রবির আলোয় ভুবনটা যেই রাঙে
মায়ের ডাকে ঘুমটা আমার ভাঙে।
নাকে মুখে নাস্তা আমি করি
আম্মু দেখেন বারে বারে ঘড়ি।
তারপরে দেন ব্যাগটা তুলে কাঁধে
আটকে থাকি পড়ালেখার ফাঁদে।
ছুটি হলে খেলতে যাওয়ার আশায়
ব্যাগটা কাঁধে ফিরি যখন বাসায়।
বাইরে যেতে আম্মু করেন বারণ
রোদে পোড়া নয় ভালো তার কারণ।
বিকেল হলে কোচিং-এ যাও আবার
নয়তো শুনো বকা অনেক বাবার।
তখন কি আর মনটা বসে পাঠে?
মন পড়ে রয় আমার খেলার মাঠে।
সন্ধ্যা হলে বই নিয়ে ফের বসো
খাতার ভেতর অঙ্কগুলো কষো।
জোনাকিরা জ্বলে দিকে দিকে
রুটিন বাঁধা জীবন আমার ফিকে।