আমি হব আমার মতো
ইচ্ছে মতো খেলব
হিমেল হাওয়ায় ইচ্ছে মতো
স্বপ্নডানা মেলব।
আমি হব আমার মতো
নদীর মতো ছুটব
কল্পনাতে আলতা মেখে
গোলাপ হয়ে ফুটব।
আমি হব আমার মতো
বিশ্বটাকে জানব
অন্ধকারের দেয়াল ভেঙে
ঊষার আলো আনব।
আমি হব আমার মতো
বীরের মতো চলব
সব সময়ে সবার মাঝে
সঠিক কথা বলব।
আমি হব আমার মতো
স্বপ্নডানায় ভাসব
স্বপ্ন-আশা অটুট রেখে
সবার সুখে হাসব।