শীত এসেছে লাগলো কাঁপন
লাগলো দোলা মনে
শীত এসেছে ঠাণ্ডা হাওয়ায়
গাঁ গ্রাম আর বনে।
শীত এসেছে মুখটি ঢেকে
চুপটি করে চাদরে
শীত এসেছে হিমেল হাওয়ায়
উষ্ণতার আদরে।
শীত এসেছে সকাল বেলায়
শিশির পড়ার ছন্দ
চারিদিকে বেজায় কড়া
গাঁদা ফুলের গন্ধ।
শীত এসেছে তাইতো ভাই
কাটতে চায় না ঘুম
সকালবেলা মিষ্টি রোদ
কপালে দেয় চুম।
শীত এসেছে সাথে নিয়ে
নানান রঙের ফুল
শীত এসেছে তাইতো কাঁপে
নদীর দুই কূল।