Home ছড়া-কবিতা নম্রতা মাহমুদুল হাসান নিজামী

নম্রতা মাহমুদুল হাসান নিজামী

থাকে যদি সর্বদা কারো মুখে হাসি
সকলেই হয়ে যাবে তার দাস-দাসী
কোমলতা আচরণে নম্রতায় স্বর
সকলের হৃদয়ে বেঁধে যাবে ঘর
মাথা নিচু রাখলেই মাথা উঁচু হয়
হবে সদা বিজয়ী হবে সদা জয়
অভদ্র মানুষে সদা লাগে ভয়
নম্রতে ভালোবাসা সর্বদা রয়।

SHARE

Leave a Reply