শীতের বুড়ি থুত্থুরি
বয়স কত? একশো কুড়ি?
বাড়ি কোথা? হিমালয়ে?
নাকি কোন ডিমালয়ে?
যাকে বলে পোলট্রি
ওটা আবার কোনট্রি?
শীতে কি কাজ, কষ্ট দেওয়া!
রাত্তিরে ঘুম কেড়ে নেওয়া?
জানিনে বাপু তুমি বড়ো
ইয়ে, আরকি, সরো সরো
আরকি করো, আরকি করো?
মানে মানে কেটে পড়ো।
লেপকাঁথা নেই, জামাও
নেই যে কোন মামাও
ধরতে পারি নে ধামাও
হাড়কাঁপা শীত, থামাও
কি করা আর কি করা
পালাও, উচিত সরে পড়া
কেন বুড়ি কষ্ট দাও?
আবার এসো, এবার যাও!