Home প্রচ্ছদ রচনা নতুন বছর নতুন স্বপ্ন -সৈয়দ মাহবুব

নতুন বছর নতুন স্বপ্ন -সৈয়দ মাহবুব

একজন মানুষের জীবনে প্রতিটি দিন নতুন। প্রতিটি সকাল সন্ধ্যা নতুন। প্রতিটি সময় নতুন। প্রতিটি মুহূর্ত নতুন। একটি রাত্রিও নতুন হয়ে আসে। নতুন হয়ে আসে রাতের অন্ধকার!
নতুনের স্রোত চলছে পৃথিবীর বুকের ওপর। রাত শেষে যে ভোর আসে সেও নতুন। যে সূর্য ওঠে সেও নতুন হয়ে ওঠে।
বৃক্ষের পাতায় থাকে নতুনের আগমন। ফুলের সংসারে থাকে নতুন আয়োজন। নতুন ফুল ফুটে ওঠে কী আনন্দে! এভাবে একটি নদীর বুকেও বয়ে যায় নতুন স্রোত। জন্ম নেওয়া ঢেউ নতুন হয়ে ধেয়ে আসে কূলের দিকে। সহসা ভিড়ে যায় ঢেউ। কূলে ভিড়ে গেলেই হারিয়ে যায় ঢেউটি। একটি হারাতে না হারাতে জন্ম হয় নতুন ঢেউয়ের। এভাবেই চলে ঢেউয়ের খেলা।

যে দিনটি চলে যায় সে আর ফেরে না। যে সময়টুকু চলে যায় ফেরে না সেও। সময় একবারই আসে জীবনের কাছে।
এ নিয়মে সময় বয়ে যায় সব মানুষের জীবনে।
আমাদের কাছ থেকে চলে গেছে একটি বছর। চলে গেছে মহাকালের কাছে। চলে যাওয়ার মিছিলে যোগ হলো ২০২০। এসে গেলো ২০২১। নতুন বছরকে স্বাগত জানাই। জানাই অভিনন্দন! জানাই স্বাগতম!
যে বছরটি চলে গেলো একবার ফিরে দেখা চাই তার দিকে। দেখতে হবে বছরটি কিভাবে পার হয়ে গেলো। কিভাবে চলে গেলো আমাদের ছুঁয়ে। আমরা কি কাজে লাগাতে পেরেছি সময়কে। কতটা কাজে লাগলো আমাদের জীবনে। কেমন করে লাগলো। কতটা কাজ করার কথা। কতটা করা হলো। না হলে কেন হলো না। কী কারণে হলো না! কারণ থেকেও থাকে যদি সে কারণ কতটা বাধার ছিলো, ভাবতে হবে আমাদের। ভাবতে হবে আমরা আমাদের কাজ করার ক্ষেত্রে কতটা আন্তরিক। কতটা সক্রিয়। কতটা ত্যাগী। এসব না ভাবলে আমরা নতুন বছর কাজে লাগাতে পারবো না।
সময়কে কাজে লাগাতে না পারলে আমাদের জীবন উন্নত হবে না! জীবন উন্নত না হলে আমরা পিছিয়ে পড়বো। আর পিছিয়ে পড়া কোনো মানুষ পৃথিবীকে বদলাতে পারে না।
যারা পৃথিবী বদলের স্বপ্ন দেখেন আগে তাদের নিজেদের বদলাতে হবে। নিজেরা শ্রেষ্ঠ হলে তবেই পৃথিবীকে ডাকা যায় শ্রেষ্ঠত্বের দিকে।

জীবনের উন্নয়ন খুব সহজ নয় ! আবার বেজায় কঠিনও নয়। বরং সহজ ও কঠিনের মাঝপথে চলে জীবনের গাড়িটি। যারা বোঝে তাদের জন্য সহজ হয়ে যায়। বোঝে না যারা তাদের পক্ষে কঠিন খুবই।
গেলো বছরটি যারা চমৎকার করে কাজে লাগিয়েছে তাদের অভিনন্দন। তাদের জন্য অপেক্ষা করছে সুন্দর আগামী। যে বছরটি নতুন করে এলো, এটিও ভালো করে কাজে লাগানোর পরিকল্পনা নেবে তারা। তারা জানে সময়ই জীবন। জীবনই সময়! যদি সময় জীবনের কাজে ব্যয় না হয় জীবন কখনো সুন্দর হবে না। জীবন সুন্দর না হলে পৃথিবীতে মূল্য নেই তাদের! সুতরাং জীবনের জন্য সময়কে কাজে ব্যবহার করতে হবে সময় মতো। সময়কে সময় মতো ব্যবহার করার ইচ্ছেটি খুবই গুরুত্বপূর্ণ!
এখন কথা হলো, যারা গত বছরটি ভালোভাবে কাজে লাগিয়ে জীবনকে এগিয়ে নিলো তারা তো নিলোই। এ বছরটিও তারা আরও ভালো করার সাধনায় লেগে যাবে। কিন্তু যারা ঠিকঠাক কাজ করেনি তাদের কী হবে! কী করা উচিত তাদের? এটি একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা! এ জিজ্ঞাসার জবাবও গুরুত্বপূর্ণ! মনে রাখতে হবে, সময় জীবন ছুঁয়ে চলে গেলো তো গেলোই। ফিরবে না আর। একদম না। তাই বলে চলে গেলো যে সময় তার জন্য হাহুতাশ করে নতুন সময় নষ্ট করার উপায় নেই। নতুন সময় কোনোভাবে কাজহীন যেন চলে না যায়। কিংবা অকাজে যেন ব্যয় না হয়!।
সময় যারা কাজে লাগান তারা পরিকল্পনা করেই লাগান। সময় নিয়ে তারা ভাবেন, কিভাবে সময় থেকে সুন্দর ফল আশা করা যায়। কিভাবে পুরো সময়টি কাজে ব্যবহার করা যায়!
ঠিক এদের মতোই পরিকল্পনা নিতে হবে যারা সময় নষ্ট করে তাদেরকে।
সময়কে বুঝতে হবে। অনুধাবন করতে হবে। ব্যবহার করতে হবে। ব্যবহারের মাধ্যমে ফল নিতে হবে।
এর জন্য বেশি জরুরি হলো সচেতনতা। সময়ের প্রতি সজাগ থাকা। সময়ের প্রতি অবহেলা না করা। এবং সময়ের কাজ সময়ে করে নেওয়া।
প্রতিটি মানুষেরই জীবনকে গুছিয়ে নিতে হয়। সাজিয়ে নিতে হয়! আনন্দের করে নিতে হয়। যার জীবন যতটা গোছানো সে ততটা সুখী মানুষ। যার যতটা সাজানো জীবন সে ততটা আনন্দিত মানুষ! জীবনে সাফল্যের জন্য মানুষকে অনবরত চলতে হয় পথ। চলতে চলতে দেখতে হয়। দেখতে দেখতে ভাবতে হয়। ভাবতে ভাবতে বড় হয়ে ওঠে মানুষ।
বড় হওয়ার জন্য বড় স্বপ্ন থাকা চাই। যে মানুষের স্বপ্ন যত বড়, সে মানুষও তত বড়। স্বপ্ন বড় না হলে মানুষ বড় হতে পারে না। সত্যি কথা হলো মানুষ তার স্বপ্নের সমান বড়।

একজন মানুষকে সত্য হতে হয়। সত্যকে ধারণ করতে হয়। সত্যকে ভালোবাসতে হয়! সত্যের সাথে জীবন যাপন করতে হয়।
সত্যকে ধারণ করে যে মানুষ তার সকল কাজ হয় সুন্দর! তার সব হয় নান্দনিক! সবই হয় এক নম্বর। আমরা জানি সত্য সুন্দর! কিন্তু এটিও জানতে হবে যে সুন্দরই সত্য।
একজন মানুষ তিনি কতটা সত্য ভালোবাসেন তা তার কাজে প্রমাণ হয়ে যায়। সত্য ভালোবাসলে কাজটি হবে সব চেয়ে সুন্দর। যার কাজ সুন্দর নয় তার সত্যও যথাযথ নয়!
যে কোনো ভাবে একটি কাজ করে ফেললেই চলে না। এটি সত্যের সাক্ষ্য দেয় না। সত্যের সাথে সুন্দরের মিলটি খুব একাকার।
গত জীবন যাদের কাজ সুন্দর হয়নি এখন থেকে তাদের সুন্দর কাজ করে যেতে হবে। নতুন বছর সে কথাই বলছে! নতুন বছরের নতুন স্বপ্ন তেমনি হওয়া উচিত! তেমন করেই স্বপ্ন রাখা উচিত বুকের ভেতর। যারা স্বপ্নহীন তাদের স্বপ্ন দেখতে হবে। যাদের স্বপ্ন আছে তাদের বড় করে তুলতে হবে আরও। আরও বিশাল করে দেখতে হবে স্বপ্নের পৃথিবী।
দেখতে দেখতে এ বছরটিও হয়ে যাবে পুরনো। পুরনো মানে হারানো। আর হারিয়ে গেলে যায় চিরদিনের তরে।
গত জীবন যেমন গেছে যাক। নতুন জীবন শুরু হোক নতুন করে। নতুন করে শুরু করার প্রস্তুতি অনেক বড় করে নিতে হবে এমন নয়! বরং এ মুহূর্ত থেকেই শুরু হয়ে যাক। আমরা সবাই একটি কথা বলি নতুন কাজের ক্ষেত্রে। বলি- আগামীকাল শুরু করবো। কিন্তু মানুষের জীবনে আগামীকাল তো আসে না। যাকে আগামীকাল বলছি সে তো আজ হয়ে দেখা দিচ্ছে আমার কাছে। সুতরাং আগামীকাল নয়! বলতে হবে আজ এবং আজই এবং এখনই। এখন থেকে শুরু হলেই কাজে লাগবে আজকের দিনটি। আজকের দিন যদি প্রতিদিন হয়ে ওঠে জীবন হয়ে উঠবে আনন্দময়! সুতরাং নতুন দিনে বড় হয়ে ওঠুক নতুন স্বপ্ন! হোক নতুন বছরে নতুন স্বপ্নের জয়োগান! হ

SHARE

Leave a Reply