মনটা হোক অনেক বড়ো
বিশ্ব সমান হোক
মনটা হোক আলোক ধারা
হোক না গ্রহলোক।
মনটা হোক স্বচ্ছ দীঘি
মনটা হোক নদী
মনটা হোক ঝর্ণাধারা
স্রোত নিরবধি।
মনটা হোক ফুলের মতো
মাটির মতো পলি
মনটা হোক সাগর মন
কিংবা পাহাড়তলি।
মনটা হোক শস্যভূমি
আলোক ঝলোক লতা
মনটা হোক জগৎ সেরা
সহজ সরলতা।
মনটা হোক জোছনা ধোয়া
মনটা হোক কাচের
মনটা হোক পাখির মতো
মনটা হোক কাছের।
মনটা হোক আপন করা
সবুজ বনভূমি
মনটা হোক নতুন চর
নতুন দিনের তুমি।