Home আইটি কর্নার নিজের স্মার্টফোনই হবে নিজের সিসি ক্যামেরা -সুলতান সারওয়ার

নিজের স্মার্টফোনই হবে নিজের সিসি ক্যামেরা -সুলতান সারওয়ার

সিসি ক্যামেরা তথা ক্লোজ-সার্কিট ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থার আধুনিক সংযোজন। বর্তমান সময়ে সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরার ব্যবহার অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তবে সিসি ক্যামেরা ব্যবহার বেশ ব্যয়বহুল বিষয়। কিন্তু চাইলেই নিজের অফিস, বাসা বা অন্য যেকোনো জায়গার সুরক্ষা বাড়িয়ে তোলা যায় একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে। এজন্য প্রয়োজন একটি স্মার্টফোন ও একটি কম্পিউটার। স্মার্টফোনটি ব্যবহৃত হবে সিসি ক্যামেরা হিসেবে আর কম্পিউটারটি ব্যবহৃত হবে টিভি-স্ক্রিন হিসেবে।
সাধারণত এটি দুইভাবে ব্যবহার করা যায়। ইন্টারনেটের মাধ্যমে এবং ইন্টারনেট ছাড়া। ইন্টারনেটসহ ব্যবহার করলে পৃথিবীর যেকোনো জায়গা থেকে মনিটরিং করা যাবে। আর ইন্টারনেট ছাড়া ব্যবহার করলে স্মার্টফোনের হটস্পট যতদূর কানেকশন পায় ততদূর মনিটরিং করা যাবে।
এক্ষেত্রে প্রথমে গুগল প্লে স্টোর থেকে Ip Webcam অ্যাপটি ডাউনলোড করে ফোনে ইনস্টল করতে হবে। তারপর দুটি আলাদা আলাদা ক্ষেত্রে দুইভাবে এটি তৈরি করা যাবে-

প্রথমত
এক্ষেত্রে স্মার্টফোন ও কম্পিউটার উভয় স্থানেই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। অ্যাপটি ওপেন করতে হবে প্রথম। তারপর যে পেজটি আসবে তার শেষ মাথায় Start server অপশন থাকবে। সেখানে ক্লিক করলে একটা Yes বাটন আসবে। সেটায় ক্লিক করতে হবে। এরপর ক্যামেরা চালু হলে তার নিচের দিকে একটি আইপি নম্বর দেখা যাবে। আইপি নম্বরটি কম্পিউটারের ব্রাউজারের অ্যাড্রেস বারে ইনপুট করে এন্টার চাপতে হবে।
তখন একটি পেজ আসবে। সেখান থেকে ‘ব্রাউজার’ বা ‘ফ্লাশ’ বাটন চাপলেই মনিটরিং চালু হয়ে যাবে।

দ্বিতীয়ত
এক্ষেত্রে স্মার্টফোন বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ না থাকলেও চলবে। তবে স্মার্টফোন আর কম্পিউটার কাছাকাছি থাকতে হবে, যেন স্মার্টফোনের হটস্পট কম্পিউটারে কানেকশন পায়। এবার স্মার্টফোনের হটস্পটটি চালু করে কম্পিউটারে Wifi-এর মাধ্যমে কানেক্ট করতে হবে। তারপর আগের পদ্ধতিগুলো অনুসরণ করলেই শুরু হয়ে যাবে সিসি ক্যামেরা মনিটরিং।

দুটি ক্ষেত্র আলাদা হলেও বলা যায় পদ্ধতি দুটো প্রায় কাছাকাছি এবং খুব সহজও। এভাবে মনিটরিং এর পাশাপাশি কম্পিউটারের অ্যাডভান্স অপশন ব্যবহার করে দূর থেকে স্মার্টফোনের ক্যামেরা নিজের সুবিধামত সেটিং করে নেওয়া যায়। তা ছাড়া চাইলে ভিডিও ফুটেজটি রেকর্ডও করে রাখা যায়। এমনকি ফটো তুলে রাখার ব্যবস্থাও আছে এখানে। তো চেষ্টা করেই দেখুন।

SHARE

Leave a Reply