Home তোমাদের কবিতা সকাল -জসিম উদ্দিন বিজয়

সকাল -জসিম উদ্দিন বিজয়

ঘাস তুলতুলে
ছোট ছোট ফুলে
হাওয়ার চিরুনি লাগে
কচিডগা ঘিরে
নরম শিশিরে
পাখিডাকা ভোর জাগে।

সোনারোদ কাঠি
হেসে পরিপাটি
চোখ মেলে টানা টানা
ঊষার বাতাসে
ফুলগুলো হাসে
মুকুটে সোনার দানা।

সোনাময়ী আলো
বিশ্বে জাগালো
নতুন প্রাণের সাড়া
বন্দনা গানে
মধুসুর টানে
পাখি বোল সে ইশারা।

আমাদের কানে
ভোরের আযানে
ঘুমভাঙা বাঁশি বাজে
মাধবী মুকুল
চামেলি বকুল
লুকায় সুহাসি লাজে।

SHARE

Leave a Reply