Home অফিস প্রোগ্রাম জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা ২০২০ পুরস্কার প্রদান

জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা ২০২০ পুরস্কার প্রদান

‘আগামীর পৃথিবীকে সাজাতে লেখক-সাহিত্যিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে’
– সিরাজুল ইসলাম

বাংলাদেশের সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক নতুন কিশোরকণ্ঠ আয়োজিত ‘জাতীয় কিশোরকণ্ঠ গল্প লেখা প্রতিযোগিতা ২০২০’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

দুটি গ্রুপে জাতীয় কিশোরকণ্ঠ গল্প লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রচুর সংখ্যক লেখক অংশগ্রহণ করে। পূর্বঘোষণা অনুযায়ী প্রথম পুরস্কার : ২০,০০০/- (বিশ হাজার টাকা), দ্বিতীয় পুরস্কার : ১৫,০০০/- (পনের হাজার টাকা), তৃতীয় পুরস্কার : ১০০০০/- (দশ হাজার টাকা), চতুর্থ পুরস্কার : ৮০০০/- (আট হাজার টাকা) ও পঞ্চম পুরস্কার : ৫০০০/- (পাঁচ হাজার টাকা) প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে সনদপত্র ও ক্রেস্ট আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
কিশোরকণ্ঠের সম্পাদক বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক রাজিবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- “শিল্প-সাহিত্যের প্রভাবেই সমাজ প্রভাবিত হয়। লেখক-সাহিত্যিকগণ যথাযথ নির্দেশনা দিতে ব্যর্থ হলে সমাজ কলুষিত হয়। আমাদের আদর্শিক চিন্তাটি যদি আমাদের লেখায় প্রতিভাত হয় তবেই বাংলাদেশসহ গোটা পৃথিবী সুন্দর হয়ে উঠবে। সুতরাং আগামীর পৃথিবীকে সাজাতে লেখক-সাহিত্যিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা আশা করি- আপনারা এ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। সেই সাথে আমাদের মনে রাখতে হবে- পিতা-মাতার অবাধ্য হওয়া যাবে না এবং মহান সৃষ্টিকর্তাকে কখনোই ভুলে যাওয়া যাবে না। কারণ, এই জীবনই শেষ জীবন নয়। পরকালই আমাদের শেষ ঠিকানা। সুতরাং পরকালের পাথেয় অর্জন করতে হবে সঠিকভাবে এই পৃথিবীতেই। তবেই সফল হবে মানব জনম।”
সভাপতির বক্তব্যে কিশোরকণ্ঠের সম্পাদক কবি মোশাররফ হোসেন খান বলেন, “ ‘কিশোরকণ্ঠ পড়বো/ জীবনটাকে গড়বো’- এই স্লেøাগানকে সামনে রেখে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কর্তৃক ১৯৮৪ সাল থেকে প্রকাশ পেয়ে আসছে বাংলাদেশের অসংখ্য শিশু-কিশোরের প্রাণপ্রিয় মাসিক নতুন কিশোরকণ্ঠ। কিশোরকণ্ঠ পত্রিকা একজন ছাত্রকে পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় উৎসাহিত করে। আজকের শিশু-কিশোরদের আগামীর বাংলাদেশের জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এক সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে কিশোরকণ্ঠ। একই সাথে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন ও আদর্শিক লেখক তৈরি করার লক্ষ্যে এই পত্রিকা বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমের আয়োজন করে থাকে। দেশব্যাপী জাতীয় কিশোরকণ্ঠ গল্প লেখা প্রতিযোগিতা তারই একটি অংশবিশেষ। শিশু-কিশোরদের সুন্দর ও যোগ্য করে তুলতে মাসিক নতুন কিশোরকণ্ঠের এই উদ্যোগ যেন আজ ও আগামীর জন্য সার্বিকভাবে সফল হয় সেই কামনা করছি মহান আল্লাহর দরবারে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোরকণ্ঠের সহকারী সম্পাদক কবি ওয়াহিদ জামান, কবি নাবিউল হাসান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য মারিফুল ইসলাম, সহকারী সম্পাদক মমিনুল করিম, তোফাজ্জল হোসাইন, জামাল উদ্দিন, বেলাল হোসাইন, এনামুল হক, আনিসুর রহমানসহ কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

SHARE

Leave a Reply