Home তোমাদের কবিতা সাদা হীরক -শিমন রহমান

সাদা হীরক -শিমন রহমান

শিশির ভেজা দূর্বা ঘাসে
সাদা হীরক জ্বলে
খুকু মণি আপন মনে
তাহার কথা বলে।

কেমন করে কোথা থেকে
শিশির কণা আসে,
সূয্যি মামা জাগার পরে
কোথায় তারা ভাসে?

কোথায় তারা থাকে বসে
কোথায় তাদের বাসা?
কেমন করে হয়ে ওঠে
সাদা হীরক খাসা।

SHARE

Leave a Reply