Home ছড়া-কবিতা কবিতা শীতবুড়ি আয়িশা জান্নাত আনিসা শীতবুড়ি আয়িশা জান্নাত আনিসা December, 2020 শীতের বুড়ি আসবে বলে সাজছে বছর ধরে, পিঠাপুলি, খেজুর-পায়েস জুটবে ঘরে ঘরে। শীতবুড়িটার নাই কি রে শীত ভাবছে বসে খোকা, এমন ভাবনা ভেবে খোকা হলো ভীষণ বোকা! শীতবুড়িটা আসে বলেই শীতটা নাকি আসে, সেই কথাটা বুঝতে পেরে আপন মনে হাসে।