Home ছড়া-কবিতা কবিতা ঐক্য জুড়ি ওয়াহিদ আল হাসান

ঐক্য জুড়ি ওয়াহিদ আল হাসান

বছর ঘুরে বছর আসে
সুখের কাঙাল বারো মাসে
বিজয় পাখির পাই না দেখা
বাংলাদেশের ভাগ্যাকাশে।

বিজয় কেতন সোনার হরিণ
কবে পাবো তারে দেখা
কেউ জানি না চাচ্ছি শুধু
যদি থাকে ভাগ্যে লেখা।

সোনার দেশে মন্দ নজর
ফেলছে কিছু দেশের নেতা
সাবধান আর সচেতন হই
কী যে হবে জানে কে তা!

ভেদাভেদ সব মুছে ফেলে
ভাইয়ে ভাইয়ে ঐক্য জুড়ি
অমানিশা যাবে কেটে
উঠবে গড়ে স্বপ্নপুরি!

SHARE

Leave a Reply