চতুর্দিকে সবুজ ঘেরা নেই সবুজের শেষ
দিগন্তময় ছড়িয়ে আছে আমার বাংলাদেশ।
কোথাও বিশাল ধানের জগৎ কোথাও নদীর পাড়
বনের বুকে বন পাখিদের অবাধ কারবার।
কোথাও ফুলের আনন্দ মুখ কোথাও স্বাদের ফল
মন ভরানো ঝিম প্রকৃতি উদাত্ত সচ্ছল।
নীল আকাশের পাঁজর ছুঁয়ে উড়ছে মেঘের কেশ
এই তো আমার ছায়া মায়ার অবাক বাংলাদেশ!
গাঁয়ের পাশে গাঁ ছড়ানো বনের বুকে বন
ফুল ফসলে উধাও হাওয়া নিত্য আলোড়ন।
লাল সবুজের নিশান জুড়ে সংগ্রামীদের রেষ
রক্ত দিয়ে নাম লিখেছি একটি বাংলাদেশ।
এক পতাকা একটি বিজয় একটি ভাষার স্বর
বুকের তলে গর্জে ওঠা একটি একাত্তর!
স্বাধীনতার জন্য ছিলো আগুন ঝরা দিন
কোন কারণে থাকবো বলো আমরা পরাধীন!
জীবন দিয়ে শোধ করেছি এই বিজয়ের দাম
কোন সাহসে মুছবে বলো বাংলাদেশের নাম!
জীবন থেকে স্বাধীনতা যাদের প্রিয় হয়
তাদের কি আর থাকে বলো পরাজয়ের ভয়!
এই মানুষ ও মাটির সাথে আছে নাড়ির টান
কণ্ঠে আমার উচ্চকিত বাংলাদেশের গান।