Home নিয়মিত আমাদের কথা আমাদের কথা

আমাদের কথা

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছো তোমরা?
আশা করি সবাই ভালো আছো। সুস্থ আছো এবং নিরাপদে আছো।
আবার এলো আমাদের মাঝে বিজয়ের মাস, ডিসেম্বর। ডিসেম্বর মানেই তো আশা, স্বপ্ন ও ভালোবাসা জাগানিয়ার মাস। অশেষ স্মৃতির মাস। সদা জাগ্রত চেতনার মাস। আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার মাস। আনন্দ ও বিস্ময়ের মাস।
বিস্ময় বলছি এজন্য যে অনেক রক্ত, ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে আমাদের এই প্রত্যাশিত বিজয় অর্জিত হয়েছে। সুতরাং এই বিজয়ের পেছনে যে অপরিসীম আত্মত্যাগের মহিমা রয়েছে সেটা যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে আমাদের বুকের মাঝে। আমাদের স্বপ্নের মাঝে। আমাদের জাগরণের মাঝে এবং আমাদের চলার মাঝে।
এই বিজয় আমাদের সাহস ও স্বপ্নকে অনেক বেশি জাগিয়ে তুলেছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে অবিরাম বলে আশা রাখি।
আমাদের এ দেশ এমন একটি দেশ- যার তুলনা পৃথিবীতে তেমন আর নেই। চারদিক বেষ্টিত নন্দিত সবুজ শ্যামল ভরা পাহাড়-পর্বত, নদী-সমুদ্র এবং উর্বর শস্যক্ষেত। পলল মৃত্তিকা, হাওর-বাঁওড়, খাল-বিল, পুকুর-ঝিল, পাখিদের কলরব, ফুল-ফসলে ভরা আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
অনেক সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করেছি বলেই এই দেশের প্রতি আমাদের মায়া-মমতা, ভালোবাসা ও দায়িত্ববোধ অনেক বেশি থাকা প্রয়োজন।
এসো, আমরা বহু ত্যাগের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই দেশকে সমৃদ্ধ করার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলি।
আশা করি দেশ ও জাতির প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের যথাযথ ভূমিকা প্রিয় মাতৃভূমির জন্য রাখতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
সবাই ভালো থেকো। সুস্থ থেকো। নিরাপদে থেকো।
আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।

SHARE

Leave a Reply