রঙতুলিতে আঁকছে খোকা সবুজ শ্যামল গ্রাম
ছবির কোণে ছোট্ট করে লিখছে গাঁয়ের নাম।
সবুজ সবুজ মাঠ আঁকছে পাকা ধানের শীষ
লতা পাতার আড়াল থেকে দিচ্ছে দোয়েল শিস।
ঈশানকোণে রবির আলোয় ধরণী ঝকঝক
বিলের পাশে একপা গুঁজে বসে আছে বক
তালের পাতায় বাবুইর বাসা বাতাসে দোদুল
শুভ্র কাশে ঘিরে আছে ছোট্ট নদীর কূল।
পাল ফুলিয়ে নাওয়ের মাঝি ছুটছে সে কোন দূর
ভরদুপুরে রাখাল ছেলের মিষ্টি বাঁশির সুর
মেঘে মেঘে আকাশ কালো গুড়ুম গুড়ুম ডাক
ডালের ওপর ভেজা পালক ঝাড়ছে বসে কাক।
ফুলের ওপর শিশির ঝরে টাপুর টুপুর টুপ
পুকুর জুড়ে দিচ্ছে পুঁটি ইচ্ছে মতো ডুব
পশ্চিমেতে সূর্যি ডুবে দিন হয়ে যায় শেষ
রংতুলিতে আঁকলো খোকা লাল সবুজের দেশ।