Home তোমাদের কবিতা নিপুণ তোমার সৃষ্টি কবির মাহমুদ

নিপুণ তোমার সৃষ্টি কবির মাহমুদ

মুয়াজ্জিনের মধুর সুরে রোজ বিহানে,
একটি প্রদীপ দাও জ্বালিয়ে পাখির গানে।

কিচিরমিচির মধুর সুরে গগন মাঝে,
আঁধার ঠেলে হাসির ঝিলিক চিত্ত সাজে।

রাতের আঁধার যায় মিলিয়ে ক্লান্তি ঝেড়ে,
বৃক্ষরাজি উঠছে আবার মাথা নেড়ে।

শিশিরকণা সবুজ মাঠের দূর্বাঘাসে,
আলোর খেলায় প্রকৃতিরা নিত্য হাসে।

গভীর রাতে নীল আকাশে চাঁদের খেলা,
মিটমিটিয়ে তার সাথে রঙ তারার মেলা।

উঁচু নিচু কিংবা পাহাড় নদীর বাঁকে,
বিশাল গগন ভিত্তি ছাড়া ক্যামনে থাকে?

কী অপরূপ সৃষ্টি তোমার বসুন্ধরা,
নিপুণ তোমার কারুকাজে আমায় গড়া।

কই হারিয়ে যায় মুছে এই দিনের ছবি?
আঁধার ঠেলে উঠছে আবার কোন সে রবি?

SHARE

Leave a Reply