ইঁদুর মিয়া করবে বিয়া
সাজলো এবার বর
নানান রকম মেহমানে
ভরলো বাড়ি ঘর।
খাবার দিলো কোরমা-পোলাও
সিদ্ধ করা ডিম
দাঁত ধারিয়ে বসলো খেতে
মেহমানের টিম।
হঠাৎ এলো হুলো বিড়াল
নামলো দুখের ঢল
লেজ মুড়িয়ে সব পালালো
বিয়ে খাবার দল।
ইঁদুর মিয়া করবে বিয়া
সাজলো এবার বর
নানান রকম মেহমানে
ভরলো বাড়ি ঘর।
খাবার দিলো কোরমা-পোলাও
সিদ্ধ করা ডিম
দাঁত ধারিয়ে বসলো খেতে
মেহমানের টিম।
হঠাৎ এলো হুলো বিড়াল
নামলো দুখের ঢল
লেজ মুড়িয়ে সব পালালো
বিয়ে খাবার দল।