Home ছড়া-কবিতা কবিতা খোকার প্রশ্ন মেহেরুন ইসলাম

খোকার প্রশ্ন মেহেরুন ইসলাম

খোকা,
এই যে আকাশ মাথার ওপর
নীলে নীলে ঢাকা,
বলো না মা কে গড়েছেন
কার তুলিতে আঁকা?
কে দিয়েছেন রঙের আঁচড়
নিপুণ হাতের ছোঁয়া?
কোন জলেতে আকাশখানি
নীলসাগরে ধোয়া?
কে পরালেন নীল শাড়িটা
কুচি ভাঁজে ভাঁজে,
রূপমহিমায় আকুল করে
আমায় সকাল-সাঁঝে।

মা,
ছোট্ট খোকা মন দিয়ে আজ
আমার কথা শোনো,
তবেই তুমি উত্তর পাবে
শান্ত হবে মনও।
সৃষ্টিকুলের সকল কিছু
মহান প্রভুর গড়া,
তাঁর উছিলায় আকাশও নীল
দারুণ মনোহরা!

SHARE

Leave a Reply