ওই যে আকাশ বইছে বাতাস
নেয় জুড়িয়ে মন
ফুলের শোভায় মিষ্টি হাওয়ায়
দেখছি সবুজ বন।
সবুজ বনে ক্ষণে ক্ষণে
পাখিরা গায় গান
মনের মাঝে সকাল সাঁঝে
বইছে খুশির বান।
ফুলে ফুলে দুলে দুলে
মৌমাছিদের সুর
নূপুর নাচে সুখের খোঁজে
ছুটছে বহুদূর।
পাখির ওড়া ফড়িং ছোটা
কী যে দারুণ খেলা
জোনাক রাতে কিরণ প্রাতে
ফুল পাখিদের মেলা
ফুলের ঘ্রাণে ভোর বিহানে
ঝলসে ওঠে রবি
লাল সবুজে রঙিন সাজে
বাংলাদেশের ছবি।