জীর্ণ দেহের কাকতাড়ুয়া
ক্ষেতের আইল খুঁজে
এলান দিলো আমিই রাজা
চলবে-সবাই বুঝে।
এসব বলে কাকতাড়ুয়া
খিল খিলিয়ে হাসে
ঘুঘু শালিক ভয়ের চোটে
পেছন ফিরে আসে।
ফিঙে রাজার সাহস ভারী
রাজার মতই চলে
কাকতাড়ুয়ার দম্ভ ওজন
উড়ায় হাসির ছলে।
কাকতাড়ুয়ার মাথায় বসে
ফিঙে রাজা বলে
দম্ভ তোমার ফুরিয়ে যাবে
ধান কাটবার কালে।