Home ছড়া-কবিতা কবিতা কে উড়ে যায় খন্দকার নূর হোসাইন

কে উড়ে যায় খন্দকার নূর হোসাইন

দূর পাহাড়ের ঊর্ধ্ব চূড়ায়
উড়াল দিলো কে?
ডাকছি তোকে হাত নাড়িয়ে
সঙ্গে আমায় নে।

হলদে ডানায় ভর করে তুই
কোন সুদূরে যাস?
পাকা ফলের খোসা ভেঙে
কেমন করে খাস?

কোথায় তোমার আলসে গাড়ি
কোন দেশে তোর ঘর?
সুরের তানে গান শুনিয়ে
জাগাস দেশান্তর।

তোর সারণির সঙ্গী হব
সঙ্গে নিয়ে চল
আসবে নাকো ক্লান্তি দুঃখে
টুটবে চোখের জল।

SHARE

Leave a Reply