বকুল গাছের শাখায় বসে
কোকিল পাখি গায়
কে কে দেখবি খোকা-খুকি
আয়রে তোরা আয়।
ভোরের বেলা শুনবি তোরা
পাখির মিষ্টি সুর
ময়না পাখির গানের তালে
ভরবে হৃদয় পুর।
দোয়েল-শ্যামা-ঘুঘু ডাকে
মধুর সুরে ওই
ময়ূর নাচে পেখম মেলে
অবাক চেয়ে রই।
কিচিরমিচির করছে চড়ুই
পুরো দিবস ভর
তোতা গাইছে ডালিম গাছে
থাকিস না আর ঘর।