Home ছড়া-কবিতা কবিতা সুখী-দুখী মাহমুদুল্লাহ রাইহান

সুখী-দুখী মাহমুদুল্লাহ রাইহান

বুকের মাঝে লালন করে
ব্যথার শত চারা-
ঠোঁটের কোণে চিলতে হাসি
রাখেন সদা যারা-
আসল সুখী তারা।

ভোরের আলো হঠাৎ যদি
অঁাঁধার হয়ে আসে-
তবু যাদের কথায়-কাজে
স্বপ্ন থাকে পাশে-
তারাই সুখে ভাসে।

মনের দুঃখে হাসির রেখা
ভুলে থাকেন যারা-
সুখের পূজা করেন শুধু
হয়ে পাগলপারা-
আসল দুখী তারা।

নিকষকালো ভেজায় আঁখি
এসে যাদের তরে-
স্বপ্ন দেখা তাদের থেকে
যায় যে দূরে সরে-
তারাই দুখে মরে।

SHARE

Leave a Reply