পাকা ধান
ঘরে আন
সেখানেও বন্যা,
প্রকৃতির অভিশাপ
ধুয়ে মুছে সব ছাফ
কেবলি শুনতে হয়
কৃষকের কান্না।
করোনাটা মহামারী
যেতে নাই চাচ্ছে,
এত সচেতন সব
মুক্তি কি পাচ্ছে?
ভুলিনি তো আমরা
হেমন্তের সুখটা,
নবান্নের আমেজে
ভরে আছে বুকটা।
ঋতু যায় ঋতু আসে
স্রষ্টার হুকুমে,
তার পরেও সংগ্রাম
ভাঙা গড়া জীবনে।
নিজ হাতে গড়েছেন
তিনি মালিক আল্লাহ,
বেঁচে আছি তাই কতো
আলহামদুলিল্লাহ।