নীল চাদরে আকাশ ঘেরা
সবুজ ঘেরা মাটি
হিম বায়ু দিয়ে গেল
হেমন্তের চিঠি।
চাঁদটা তখন জোছনা নিয়ে
করছে নানান খেলা
ফুল কাননের সুবাস এসে
দিচ্ছে মনে দোলা।
বিলে ঝিলে শাপলা ফুটে
তারার মতো জ্বলে
জলজ পাখি মালা গেঁথে
দেয় যে আমার গলে।
সবুজ ঘাসের ডগায় ডগায়
শিশির বিন্দু জমে
শিশির নয়তো মুক্তো যেন
জ্বলে দমে দমে।
ধানের ক্ষেতে পাখির মেলা
পাকা আউশ ধান
চারদিকেতে পড়ছে সাড়া
মন করে আনচান।
প্রজাপতির মুখে হাসি
নাচিয়ে রঙিন ডানা
ঝিঁঝি পোকা কাশফুলে
করে আনাগোনা।
বধূ সাজে আসে যেন
ধান পাকা গন্ধ
হেমন্ত কবির মনে
অঁাঁকে নানা ছন্দ।