Home ছড়া-কবিতা কবিতা নবান্নের আহবান শরীফ আবদুল গোফরান

নবান্নের আহবান শরীফ আবদুল গোফরান

নীল আকাশে মেঘের খেলা
মাঠ ভরা যে ধান
দূর মিনারে বেলাল সুরে
দিচ্ছে যে আজান।

সূর্য মামা বসছে পাটে
শিশির কণা ঘাসে
গাঁয়ের রাখাল গরু নিয়ে
বাড়ি ফিরে আসে।
চাঁদনি রাতে কিষাণ বধূ
বাপের বাড়ি যায়
মনের সুখে গাঁয়ের রাখাল
জারি সারি গায়।

কাস্তে হাতে চলছে কিষাণ
মুখে পল্লী গান
সারা গাঁয়ে ছড়াচ্ছে যে
নবান্নের আহবান।

SHARE

Leave a Reply