Home ছড়া-কবিতা কবিতা হেমন্তটা খুব আলাদা, মিশুক শাহ আলম বাদশা

হেমন্তটা খুব আলাদা, মিশুক শাহ আলম বাদশা

শীতের সাথে সখ্য গড়ে হেমন্ত
ধানের ক্ষেতে আনে মিষ্টি রোদ
শরৎ বা শীত হয় না এমন তো
চিঁড়া-পিঠার কী আনন্দবোধ!

সোনাঝরা রোদে নাচে মাঠও
শীতের বাতাস, ঝরাপাতার গান,
হলদে-রোদে শেখায় নতুন পাঠও
সোঁদামাটির গন্ধে আকুল প্রাণ।

সোনাধানে মাঠ ভরে যায় কী যে
খেই হারিয়ে ফেলি আমি নিজে;
শিউলি ফুলের নাচ দেখেছো কেউ?
জল শুকানো পুকুর নদী খালে
কিংবা ধানীজমির আলে-আলে
হালকা হাওয়ার কী মজাদার ঢেউ।

কামিনী ও গন্ধরাজের গন্ধে
হেমন্ত-নাচ চলে ছন্দে-ছন্দে।
হলদেপাতা শুকনোপাতার নাচে
গাঁও-গেরামে কতই না সুখ আছে?

শিশিরভেজা দূর্বাঘাসে কী সুখ-
হেমন্তটা খুব আলাদা, মিশুক!

SHARE

Leave a Reply