লাল রঙের ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে মালিহার। মাঠ-ঘাট পেরিয়ে, পাহাড়-পর্বত ডিঙিয়ে হারিয়ে যেতে চায় সে সাত সমুদ্র তেরো নদীর দেশে! এমন অদ্ভুত ইচ্ছের কথা শুনে হেসে উঠল মুনীরা, আয়েশা ও সাবিহা। আয়েশা বলল, তোমার এ ইচ্ছে কখনোই পূরণ হবে না। পূরণ না হোক, কিন্তু স্বপ্ন তো দেখা যায়- বলল মালিহা।
মুহসিনা আপু এসে শুনে ফেললেন তাদের কথা। বললেন, এ স্বপ্ন অবশ্যই পূরণ হবে! সবাই বড় বড় চোখে তাকাল তার দিকে। সাবিহা বলল, কী বলছো এসব? আপু বললেন, দুনিয়াতে হোক বা না হোক, জান্নাতে হবেই!
তাহলে সে ঘোড়াটা কেমন হবে, শুনি! লাল রঙের হবে তো? জানতে চাইল মালিহা।
আপু বললেন, শুধু লাল কেন? তুমি যে রঙের চাইবে- সে রঙেরই পাবে। সেটা সবুজ, হলুদ, নীলও হতে পারে! আল্লাহ বলেছেন, ‘সেখানে তোমাদের মন যা চাইবে, তা-ই পাবে! আরও পাবে, সেখানে তোমরা যা কিছুই দাবি করবে!’ (সূরা হা-মীম আস-সাজদা : ৩১)
মুনীরা বলল, তা হলে আমিও একটা ঘোড়া নেবো। তবে তার রঙ হবে গোলাপি! আবারও হেসে উঠল সবাই। হাসলেন আপুও!
আপু বললেন, এবার কাজের কথায় আসি। একবার এক লোক মহানবী (সা)-এর কাছে জানতে চাইল, জান্নাতে ঘোড়া আছে কি? মহানবী (সা) বললেন, আল্লাহ যদি তোমাকে জান্নাতে প্রবেশ করান, তাহলে তুমি চাইলেই লাল ইয়াকুতের ঘোড়ায় চড়তে পারবে। আর তুমি জান্নাতের যেদিকে যেতে চাও, সেদিকেই সে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে! (তিরমিজি)
আয়েশা বলল, সুবহানাল্লাহ! আমার তো এখনই উড়াল দিতে ইচ্ছে করছে! আপু সবাইকে একসাথে জড়িয়ে ধরলেন। বললেন- চলো, এ জন্য আমরা শুধু ভালো কাজ করি। শুধুই ভালো কাজ!
বিলাল হোসাইন নূরী