কোকিল পাখি রাত জেগেছে
চোখ করেছে লাল
দিনে এখন ঘুমে ঝিমায়
নেই কণ্ঠে তাল।
উড়তে গেলে ডালের সাথে
আঘাত শুধু খায়
চুপটি করে বসে এখন
ঘুমের দেশে যায়।
কোকিল পাখি রাত জেগেছে
চোখ করেছে লাল
দিনে এখন ঘুমে ঝিমায়
নেই কণ্ঠে তাল।
উড়তে গেলে ডালের সাথে
আঘাত শুধু খায়
চুপটি করে বসে এখন
ঘুমের দেশে যায়।