Home ছড়া-কবিতা রিজিকদাতা আসাদুজ্জামান

রিজিকদাতা আসাদুজ্জামান

রিজিক রিজিক করে কেন
চিন্তা করে মরো?
যিনি সবার রিজিকদাতা
তাঁকেই স্মরণ করো।

কার ইশারায় পাচ্ছে রিজিক
মশা থেকে হাতি?
কার করুণায় বেঁচে আছে
মানব-দানব জাতি?

গভীর সাগর অতল তলে
কে হন বলো ত্রাতা?
জেনে রেখো আল্লাহ তিনি
মহান রিজিকদাতা।

SHARE

Leave a Reply