Home ছড়া-কবিতা কবিতা শরৎ আছে শাহীন খান

শরৎ আছে শাহীন খান

শরৎ আছে শান্ত দীঘির কাছে
ঝিরিঝিরি হাওয়ার তালে নাচে।
সাদা সাদা মেঘের ভাঁজে ভাঁজে
পাবে তুমি গোধূলি রং সাঁঝে।

পাবে তুমি পাখপাখালির সুরে
ভোরের রবি ঝিলমিল রোদ্দুরে।
থাকে সে যে কবির হৃদয় জুড়ে
কাশের শোভায় ওঠে সে যে ফুঁড়ে।

পাবে তুমি গাঁও-গ্রামে গেলে
বকের সারির ডানায় পাখা মেলে।
চলে সে যে নদ-নদী খাল বিলে
পাবে তুমি হিজলতলির বিলে।

পাবে তুমি জোনাক জ্বলা রাতে
ফুলের বনে পাখির সাথে সাথে।
গুনগুনাগুন অলির পাখায় পাখায়
পাবে তুমি ডালিম গাছের শাখায়।

পাবে তুমি শিল্পী ভাইয়ার মনে
পাবে তুমি একা সঙ্গোপনে।
চন্দ্রতারায় ঝিকমিকিয়ে ওঠে
ডাহুক হয়ে ঝোপঝাড়েতে ছোটে।

পাবে তুমি কিশোর রাঙা ঠোঁটে
বাংলা মায়ের গা গতরে লোটে।
স্বপ্ন ভরা দুটি চোখের তারায়
রূপ কাহিনীর বাঁকে সে যে হারায়।

পাবে তুমি বিকেল দুপুর ভোরে
আপন হয়ে নেয় সে প্রীতিডোরে।

দেয় বিলিয়ে সুখ সুরভি সকল
গোটা হিয়া করে সে যে দখল।

SHARE

Leave a Reply