Home ছড়া-কবিতা কবিতা মশা আর মশা -পথিক ইদ্রিস

মশা আর মশা -পথিক ইদ্রিস

আমি যেন শসা রে
খেতে বেশ রসা রে
তারা হায়
সারা গায়
দেখি তাই বসা রে।

তারা নয় ঠসা রে
যায় নাকো খসা রে
মারে শিস
ছাড়ে বিষ
কী তাদের জোশ আরে!

কী করুণ দশা রে
যত দেই ঘষা রে
ফের দেখি
ঢের এ কী!
মশা আর মশা রে

SHARE

Leave a Reply