Home ছড়া-কবিতা কবিতা পুণ্যভূমি নাবিউল হাসান

পুণ্যভূমি নাবিউল হাসান

এখানে মোহন মায়া অনাদিকাল
মেঘের ঘোমটা পরা আকাশ বিশাল
ফসলের ঢেউয়ে ঢেউয়ে আল্পনা রং
বাঁলিহাস ডানা মেলে আকাশের চং
রূপকথা ছুঁয়ে ছুঁয়ে প্লাবনের পলি
নদীপথে ভাঙে-গড়ে জীবনের গলি
বৃষ্টিতে স্নান করে সবুজের বন
আলতো মায়াতে ভরে হিমেল পবন
ঝড়ের মিছিল শেষে জ্যৈষ্ঠের ঘ্রাণ
জেগে উঠে সৌরভ মৌ মৌ প্রাণ

শালিক মিছিল বাঁধে আষাঢ়ের মাঠে
চিরায়ত বাংলার কাদাজল পাটে
শ্রাবণের কল্লোলে কত মায়া ভাসে
কখনো ভয়াল চোখ ম্লান হয়ে আসে
ছোট ছোট কুঁড়েঘর ধিক ধিক কাঁপে
মননে মনন ছুঁয়ে বাঁচি উত্তাপে
ভোরের আঁধার শেষে রাঙা অরুণ
পুণ্যভূমিতে জাগে দামাল তরুণ
এ আমার চিরায়ত বাংলার রূপ
মায়ার আঁচল ঘিরে আমি নিশ্চুপ।

SHARE

Leave a Reply