সাদা মেঘের আকাশে
শিউলি ঝরে বাতাসে
পথের মাঝে এই বাদল
বৃষ্টি বধূ দেয় যে দোল।
সাদা বকের সারি সারি
উড়ছে যে নীল বাহারি
মগডালে তার বাসা ঐ
চোখ জুড়ানো সাদা খৈ।
হিমেল হাওয়া যায় বয়ে
কাশফুলেরই গা সয়ে
ফুল ফুটেছে দূরে দূরে
বাঁশি বাজে সুরে সুরে।
খোকার জামা লাল রং
কলমি ফুলের নানা ঢং
বইছে নদী ছুঁয়ে কূল
শিশিরের রূপ অতুল।
মেঘ ঢাকা পড়লো দিন
ক্ষণিক বৃষ্টি বাজে বীণ
কাদা ভরা মাঠে মাঠে
ছুটছি নদীর ঘাটে ঘাটে।
ইচ্ছে করে ডানা মেলে
যাই হারিয়ে সব ফেলে
মন উড়ে যায় বাতাসে
যেথায় সূর্য মেঘ হাসে।