শিখতে হলে পড়তে হয়
পড়তে গেলে শুনতে হয়
না পড়ে আর না শুনে
জীবনটা করো না ক্ষয়।
শুনে শুনে শিখতে গেলে
অনেক কিছু ভুলতে হয়
দেখে দেখে যদি শেখো
তবে তোমার হবে জয়।
শেখা ও শেখানোতে
হোক বেশি অনুশীলন
সঠিক টা শিখতে তবে
এটাই হোক অনুকরণ।
শিখতে শিখতে পণ্ডিত হতে
শেখানোটা বেশি চাই
শিক্ষক কিংবা পণ্ডিত হতে
শেখানোর বিকল্প নাই।
শিক্ষার এই সোনালি নীতি
মানতে হলে দরকার
পড়া শোনা দেখা বলা
বেশি বেশি চর্চার।