মেঘ ছুঁই ছুঁই ইচ্ছে মনে
উড়ছে দেখো ঘুড়ি,
চাঁদের দেশে ঘুমিয়ে এখন
চরকা কাটা বুড়ি।
করোনাকাল ছুটি বহাল
বই-খাতা তাই ফেলে,
নাটাই হাতে ঘুড়ি উড়ায়
পাড়ার সকল ছেলে।
আকাশপানে চেয়ে থাকে
দস্যিপনার দল সব,
আজ আকাশে নানা ঘুড়ি
চারদিকে তার কলরব।
মেঘ ছুঁই ছুঁই ইচ্ছে মনে
উড়ছে দেখো ঘুড়ি,
চাঁদের দেশে ঘুমিয়ে এখন
চরকা কাটা বুড়ি।
করোনাকাল ছুটি বহাল
বই-খাতা তাই ফেলে,
নাটাই হাতে ঘুড়ি উড়ায়
পাড়ার সকল ছেলে।
আকাশপানে চেয়ে থাকে
দস্যিপনার দল সব,
আজ আকাশে নানা ঘুড়ি
চারদিকে তার কলরব।