Home তোমাদের কবিতা ভালো মেয়ে ঝুমা আক্তার

ভালো মেয়ে ঝুমা আক্তার

এক দুই তিন চার
বই পড়ে কবিতার।
পাঁচ ছয় সাত আট
ভালোবাসে ছড়া পাঠ।

ছড়া আর কবিতায়
মন গাঁথে নবিতায়।
ছড়া পাঠে এক নং
ছবি এঁকে করে রং।

নবিতায় সব পারে
আলসেমি করে নারে।
এই মেয়ে ভালো খুব
লেখাপড়ায় দেয় ডুব।

SHARE

Leave a Reply