এই খোকা, দ্যাখ দেখি
থাল খেলো কুকুরে,
চুপ করে কেন্ আছো
ভরা রোদ দুপুরে?
চট্ করে খেয়ে নাও
এক-গ্রাসে সবটুকু
ঐ দেখো চাঁদ মামা
এই দেখো, লাল খুকু।
রাগ উঠে সেকি জেদ
পারি নাই সামলাতে
দুধ কলা বাসি হয়
এক সিকি গামলাতে!
ঝপ্ করে, দেই ফেলে
ঐ পচা পুকুরে,
কাক এসে খেয়ে যাক্
বাকি খাক্ কুকুরে।
হুট করে ডেকে কয়
ভাত আনো এক মুঠো
খেয়ে আজ ভরি পেট
চেখে দেই আর দুটো।