Home ছড়া-কবিতা টুনটুনি আরিফুল ইসলাম সাকিব

টুনটুনি আরিফুল ইসলাম সাকিব

ছোটো পাখি টুনটুনি
এনে দেবো ঝুনঝুনি
আয় কাছে আয়,
নীলিমার নীল দিয়ে
রঙধনু রঙ নিয়ে
দেবো তোর গায়।

এই বসে এই ছোটে
খড়কুটা নিয়ে ঠোঁটে
উড়ে উড়ে যায়,
নেই কোনো আহাজারি
ছোটো ঘর ছোটো বাড়ি
খুঁটে দানা খায়।

খোকাবাবু বলে মাকে
ছোটো ঐ পাখিটাকে
চাই কাছে চাই,
ভালোবাসা দিয়ে ওকে
রাখবো যে চোখে চোখে
যদি কাছে পাই।

SHARE

Leave a Reply