একটা শিশু আকাশ চেয়ে
পাতলো দুটো হাত,
আকাশ কি আর সাধ্যিকথা
হাঁড়ির পান্তাভাত?
আকাশ তাকে দিতেই হবে
চাঁদটা না-হয় পেড়ে,
নইলে সে যে ঘুম যাবে না
উঠবে দু’হাত ছেড়ে।
শিশুর এমন কাণ্ড দেখে
মায়ের চোখে ধোঁয়া,
চাঁদটা কি আর সাধ্যিকথা
হাত বাড়ালে-ছোঁয়া?
কিন্তু মায়ের মনে কি আর
ওসব কথা বোঝে?
রাত দুপুরে হাত বাড়িয়ে
চাঁদটা বসে খোঁজে।