ভোরের আকাশ হালকা বাতাস
মিষ্টি লাগে ভারি
পাখির সুরে হারাই দূরে
মন নিয়ে যায় কাড়ি।
গাছের শাখা সবুজ পাতা
হাওয়ায় হেলে দুলে
ঘুম ভাঙে ওই পাখির ছানার
ক্লান্ত মায়ের কোলে।
জল টলমল ঘাসের ডগায়
ফুলের মুখে হাসি
আঁকাবাঁকা পথের ছবি
দেখতে ভোরে আসি।
ভোরের আকাশ হালকা বাতাস
মিষ্টি লাগে ভারি
পাখির সুরে হারাই দূরে
মন নিয়ে যায় কাড়ি।
গাছের শাখা সবুজ পাতা
হাওয়ায় হেলে দুলে
ঘুম ভাঙে ওই পাখির ছানার
ক্লান্ত মায়ের কোলে।
জল টলমল ঘাসের ডগায়
ফুলের মুখে হাসি
আঁকাবাঁকা পথের ছবি
দেখতে ভোরে আসি।