আদিগন্ত নজর ফেলে
দেখছি প্রভুর সৃষ্টি
কী যে দারুণ মুগ্ধ সৃজন
ভরিয়ে দিলো দৃষ্টি।
দেখছি শ্যামল-প্রান্ত সবুজ
গাছে ফোটা ফুল
ভাবছি তোমার পৃথিবীতে
নেই তো রূপের তুল!
বিমোহিত সৃষ্টি তোমার
মুগ্ধ আমার নয়ন
তোমার সৃষ্টি থেকে করি
কাব্য-কথার চয়ন।
আকাশ নীলে রাখলে তুমি
কী মনোহর রূপ,
রূপের সুধা পান করে রোজ
দেই তোমাতে ডুব।