রোজ ভোরে দেখি মেয়ে
হাত দুটি বাড়িয়ে
বৃষ্টির গান গায়
জানালায় দাঁড়িয়ে।
শ্রাবণের মেঘে তার
কি যে হয় কে জানে
ভাবনার স্বরলিপি
তোলে সুর সে গানে।
শ্রাবণের ধারাপাতে
সে গানের সৃষ্টি
বাকি সব থেমে যায়
মেয়ে আর বৃষ্টি।
কোন নামে ডেকে বলি
কোন কথা কি জানি
মন বলে ডাকি তারে
ওগো মেয়ে শ্রাবণী।