গ্রীষ্ম গেল বর্ষা গেল
শরৎ মামা ছুটেই এলো
আকাশের ঝটিকা মেঘে
রাস্তাটা ঠিক ভিজে গেলো।
শরৎ হলো মন জুড়ানো
কাশফুলের সাজ
দৃশ্যকাব্যের দেখা মিলল
লুটোপুটির মাঝ।
গন্ধহীন কাশফুলে
বিস্ময়কর রূপ
প্রকৃতির মাতাল হাওয়ায়
ভেসে যায় অপরূপ।
কদম কুসুম দেয় ছড়িয়ে
শান্ত ঋতুর হাঁক
গাছের ডালে বসে দেখি
হলদে সাদা ফাঁক।
শরৎকালে আকাশ জুড়ে
উড়াও মেঘের দল
উঁকি মেরে যায় বৃষ্টির ফোঁটা
পথিকের গতি টলমল।