আলোর খোঁজে যাই বেরিয়ে
পথের ধারে-বাঁকে,
বলেন নানা, আলোর দানা
দূর আকাশে থাকে।
আনতে যাবো আলোর দানা
নেই তাতে নেই মানা,
উড়বো বলেই পাখির থেকে
কর্জ নিয়ে ডানা।
সেই ডানাতে গা ভাসিয়ে
চাঁদ তারাদের দেশে,
আলোর দানা বস্তা ভরে
আনবো হেসে হেসে।
ফেলবো এনে ধরার মাঝে
মন্দ যেনো কাটে,
সেই আলোতে সবাই যেনো
ভালোর পথে হাঁটে।