আম্মুর সাথে সাথে
কচি পায়ে কচি হাতে
খুকি যায় সিজদায়,
আসমানি রহমত
কড়া নাড়ে দরজায়!
মাথা তুলে দেখে ফের
আম্মু কি উঠলো?
উঠো উঠো আম্মু
মুখে ডাক ফুটলো!
নামাজের শেষে মায়
খুকিটার দিকে চায়,
দোয়া করে-আল্লাহ
খুলে দাও মামণির
ভাগ্যের পাল্লা!
আম্মুর সাথে সাথে
কচি পায়ে কচি হাতে
খুকি যায় সিজদায়,
আসমানি রহমত
কড়া নাড়ে দরজায়!
মাথা তুলে দেখে ফের
আম্মু কি উঠলো?
উঠো উঠো আম্মু
মুখে ডাক ফুটলো!
নামাজের শেষে মায়
খুকিটার দিকে চায়,
দোয়া করে-আল্লাহ
খুলে দাও মামণির
ভাগ্যের পাল্লা!