আমরা সবে পণ করেছি
চলবো নিয়ে আলো,
মোদের দেখে পালিয়ে যাবে
সব আঁধার কালো।
আমরা কবি আলোর রবি
আলোর পথে চলি,
আঁধার ছেড়ে আলোর তরে
ছড়া কবিতা বলি।
এসো সবাই গুনগুনিয়ে
গাই আলোর গান,
আলোর পথে চললে মোরা
আসে আলোর বান।
আলোর গীতি গাইবো মোরা
তুলে মধুর সুর,
আলোর গানে সব আঁধার
হবেই তবে দূর।
তাইতো মোরা সকলে চাই
হতে আলোর পাখি,
রবের বাণী ধারণ করে
আলোর দিকে ডাকি।